গল্পসমগ্র বাংলাদেশের বৃহত্তম অনলাইন রাইটিং প্লাটফর্ম হিসেবে পরিচিত। এটি গল্পসমগ্র পেইজের অফিসিয়াল ব্লগসাইট। ২০২০ সালে করোনাকালীন সময়ে এটি প্রতিষ্ঠিত হয়। অনলাইন ও ফেসবুক জগতে ভার্চুয়াল রাইটারদের নিজেদের লেখালেখির প্রতিভা বিকাশে গল্পসমগ্র অবিরাম কাজ করে যাচ্ছে। গল্পসমগ্র এখন পর্যন্ত ১০টিরও বেশি রচনা, কবিতা প্রতিযোগিতা ও ২টি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতাসমূহে ৫০হাজারের অধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছেন এবং ৫০জনেরও অধিক প্রতিযোগী নগদ অর্থ, বইসহ আকর্ষণীয় পুরস্কার প্রাপ্ত হয়েছেন।