গল্পসমগ্র বাংলাদেশের বৃহত্তম অনলাইন রাইটিং প্লাটফর্ম হিসেবে পরিচিত। এটি গল্পসমগ্র পেইজের অফিসিয়াল ব্লগসাইট। যাতে রয়েছে দেশবিদেশের সকল অনলাইন পাঠকদের প্রবেশাধিকার। তাই আমরা গল্পসমগ্র এ রেজিস্টার্ড পাঠকের সকল তথ্যাবলির সর্বোচ্চ নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।
যেসব তথ্য সংগ্রহ করা হয় এবং যেভাবে সংগ্রহ করা হয়
শুধুমাত্র লেখা প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতায় পাঠকরা সরাসরি গল্পসমগ্র এ তথ্য দিয়ে থাকেন । গল্পসমগ্র ব্লগের যেকোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অধিকাংশ ক্ষেত্রেই পাঠক যদি গুগল একাউন্টধারী হন তাহলে আলাদাভাবে একাউন্ট করার কোন প্রয়োজন হয়না। আর যখন তারা একটি আলাদা ইউজার একাউন্ট তৈরি করেন, তখন তারা তাদের ব্যক্তিগত তথ্য যেমন ই-মেইল এড্রেস, পাসওয়ার্ড, নাম, মোবাইল নাম্বার ইত্যাদি সরবরাহ করে থাকেন । এটি একমাত্র প্রতিযোগিতা চলাকালীন সময়ে গল্পসমগ্র ব্যবহার করে থাকে। এছাড়া যখন কোন পাঠক কোন স্টোরি, কবিতা বা আনুষঙ্গিক যা কিছু অনুসন্ধান করেন এবং সাইট ব্রাউজ করেন, তখন গল্পসমগ্র পাঠকের ব্যক্তিগত তথ্য সহ কি খুঁজছেন বা দেখছেন সেসব তথ্য সংগ্রহ করেনা। গল্পসমগ্র সাধারণত কুকিস (cookies) এর সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে পাঠকের তথ্য ডাটাবেজে সংরক্ষণ করে ।
সংগৃহীত তথ্যগুলো গল্পসমগ্র যেভাবে ব্যবহার করে থাকে
পাঠকের কাছ থেকে সংগৃহীত অধিকাংশ তথ্য একমাত্র প্রতিযোগিতা চলাকালীন সময়ে গল্পসমগ্র ব্যবহার করে থাকে।এর তথ্যগুলো সেরা প্রতিযোগী বাছাইয়ের জন্য শুধুমাত্র বৈধ একাউন্ট বাছাইকরণ, বট বাছাইকরণ ও একাধিক অবৈধ পাঠকের জালিয়াতি সনাক্তকরণ, পাঠকের সঙ্গে যোগাযোগ, পাঠক সেবা প্রদানের জন্যই ব্যবহার করা হয়। গল্পসমগ্র বিভিন্ন কারণে নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের সাথে সংগৃহীত তথ্য শেয়ার করতে পারে। গল্পসমগ্র একমাত্র এর কনটেস্ট অংশীদার ও কনটেস্ট স্পন্সর অংশিদারীত্বের ভিত্তিতে বাছাইকৃত বিভিন্ন পাঠকদের তথ্য এ ধরনের নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের সাথে শেয়ার করে। উপরোক্ত সবগুলো ক্ষেত্রেই গল্পসমগ্র এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে গল্পসমগ্র যাদের সাথে এসব তথ্য শেয়ার করবে তারা প্রত্যেকেই গল্পসমগ্র এর মতো একইভাবে এসব তথ্যের পূর্ন নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করবেন ।
পাঠকের করণীয়
তথ্যের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে পাঠক কর্তৃক ভূল তথ্য প্রদান গল্পসমগ্র প্রতিযোগিতার সেরা প্রতিযোগী বাছাইয়ে বাধাগ্রস্ত করতে পারে। কাজেই অপর্যাপ্ত তথ্য প্রদানের পরিবর্তে ক্রেতাসাধারণ তাঁদের প্রদানকৃত তথ্য নিয়ন্ত্রনের জন্য নির্দিষ্ট কিছু পদক্ষেপ গ্রহন করতে পারেন। যেমনঃ
১. প্রতিযোগিতায় অংশগ্রহণ ও সাপোর্টে যোগাযোগ করার জন্য যতটুকু তথ্য প্রদান প্রয়োজন পাঠক ঠিক ততটুকু তথ্যই প্রদান করবেন।
২. পাঠক তাঁর গুগল বা অনলাইন একাউন্টের সাহায্যে তাঁর প্রদানকৃত বেশিরভাগ তথ্য দেখতে পারেন, পর্যালোচনা করতে পারেন বা পরিবর্তন করতে পারেন ।
৩. পাঠক তাঁর মোবাইল ডিভাইসের লোকেশন মডিফাই বা ডিজএবলও করে রাখতে পারেন ।
৪. পাঠক বা প্রতিযোগী ইচ্ছে করলে তাঁর একাউন্ট থেকে সাইনআউট অথবা প্রতিযোগিতা থেকে নিজেকে বিরতও রাখতে পারেন।